লন্ডন প্রতিনিধি:: পূর্ব লন্ডনের কলিন উড হলে স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত (২৭শে মার্চ) রোববার যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আজিজুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ সরীফ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন যুগ্ম সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চোধুরী, প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, লন্ডন মহানগর আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, তাতী লীগ, কূষকলীগ, যুব মহিলা লীগ সহ বিপুলসংখ্যক নেতা কর্মী উপস্থিতিত ছিলেন ও বক্তব্য দেন। এসময় উপস্থিত ছিলেন, সৈয়দ ছুরুক আলী, আনসারুল হক, খসরুজ্জামান, লুৎফুর রহমান সাহেদ, আন্জুমান আরা অন্জূ, সেলিম আহমদ খান, মাহবুব আহমদ, মকসুদ ইহলাম, জামাল খান, সামীম আহমদ, আব্দুস সালাম প্রমুখ।