বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার দুপুরে উপজেলা পরিষদ ভবন মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া। উপজেলা চেয়ারম্যান বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চির ভাস্বর অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে প্রিয় স্বদেশ ভূমি থেকে পাকিস্তান হানাদার বাহিনীকে বিতাড়িত করে জাতির পিতা বঙ্গবন্ধু ঘোষিত ও নির্দেশিত পথে মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের লক্ষ্যে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ সরকার গঠন করা হয়। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জনের মধ্যদিয়ে স্বাধীনতা লাভ করে।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে এবং সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী মো. আবু সাইদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, লামাকজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, উপজেলা আওয়ামী লীগের ত্রান সম্পাদক হাজী আব্দুল মতিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সুশিল সমাজ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।