Sunday, October 6, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশনৌকাডুবে নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা

নৌকাডুবে নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০০ প্যাকেট শুকনা খাবারও বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এ সহায়তা দেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩৮ লাখ টাকা ও ২০০ প্যাকেট শুকনা খাবার দেওয়া হয়েছে।

তিনি বলেন, নৌকাডুবিতে এত বড় প্রাণহানি আমরা আগে কখনও দেখিনি। নৌকাডুবির তদন্তে কারও গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নৌকাডুবিতে যেসব পরিবার একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়েছে, তাদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও তিনজন। নিহদের মধ্যে পুরুষ ১৭ জন, নারী ৩১ এবং শিশু ২১ জন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments