Tuesday, September 17, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeসিলেট সংবাদবিশ্বনাথে ১১ মেয়র প্রার্থীসহ মনোনয়ন জমা দিলেন ৯৭ জন

বিশ্বনাথে ১১ মেয়র প্রার্থীসহ মনোনয়ন জমা দিলেন ৯৭ জন

বিশ্বনাথ প্রতিনিধি:: আসন্ন ২ নভেম্বর সিলেটের বিশ্বনাথ পৌরসভা প্রথম নির্বাচনে ১১ মেয়র প্রার্থীসহ তিন পদে মোট ৯৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারমধ্যে সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ১৫ জন ও সাধারণ আসনে কাউন্সিলর পদে ৭১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মেয়র পদে ১১ জনের মধ্যে আওয়ামী লীগ, আল ইসলাহ ও জমিয়ত’সহ তিনজন প্রার্থী দলীয়ভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন. উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ফারুক আহমদ (নৌকা প্রতীক), উপজেলা আল ইসলাহ’র সভাপতি তালুকদার মো. ফয়জুল ইসলাম (দেয়াল ঘড়ি) ও উপজেলা জমিয়তে ইসলাম’র সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ (খেজুর গাঁছ)।


বাকি মেয়র পদপ্রার্থীদের দলীয় পরিচয় থাকলেও তারা (স্বতন্ত্র) প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকদ্দুছ আলী, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, যুক্তরাজ্য নিউহ্যাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান সুমন ও সামছু মিয়া লালা।

এদিকে, সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ১৫ জন। ১,২,৩ নং সংরক্ষিত আসনে ৬ জন, ৪,৫,৬ নং ওয়ার্ডে ৪ জন, ৬,৭,৯ নং ওয়ার্ডে ৫ জন। আর ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন দিয়েছেন ৭১ জন। এরমধ্যে ১নং ওয়ার্ডে ৯ জন, ২নং ওয়ার্ডে ১৫ জন, ৩নং ওয়ার্ডে ৬ জন, ৪নং ওয়ার্ডে ৫ জন, ৫নং ওয়ার্ডে ৫ জন, ৬নং ওয়ার্ডে ৯ জন, ৭নং ওয়ার্ডে ৮ জন, ৮নং ওয়ার্ডে ৬ জন ও ৯নং ওয়ার্ডে ৮ জন মনোনয়ন জমা দিয়েছেন।

নির্বাচনের রির্টানিং অফিসার ও মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর হোসেন বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল ৬ অক্টোবর, যাচাই বাছাই ১০ অক্টোবর, প্রত্যাহার ১৭ অক্টোবর, ভোটগ্রহণ ২ নভেম্বর। বিশ্বনাথ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৪৭০। পুরুষ ভোটার ১৮ হাজার ২৭৯, নারী ভোটার ১৭ হাজার ১৯১।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments