বিগত অর্থবছরে মাথাপিছু আয় বেড়েছে ২৩৩ ডলার। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু দুই হাজার ৮২৪ মার্কিন ডলার।
সোমবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয় মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২১-২২ অর্থবছরের কার্যাবলী সংক্রান্ত বার্ষিক প্রতিবদনে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
পরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশে মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ মার্কিন ডলার নিরূপিত হয়েছে। আর জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২৫ শতাংশ (সাময়িক)।
এর আগে ২০২০-২১ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৫৯১ ডলার। সে হিসাবে বিগত অর্থবছরে মাথাপিছু আয় বেড়েছে ২৩৩ ডলার।
বাংলাপেইজ/এএসএম