Tuesday, April 16, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeঅর্থনীতিএবার বাংলাদেশে আসছেন বিশ্বব্যাংকের এমডি

এবার বাংলাদেশে আসছেন বিশ্বব্যাংকের এমডি

আজ ঢাকায় পা রাখবেন বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ। শনিবার (২১ জানুয়ারি) বাংলাদেশে সফরে আসছেন তিনি। এই সফরে তিন থাকবেন বাংলাদেশ। আগামীকাল রোববার (২২ জানুয়ারী) বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে অংশীদারত্বের ৫০ বছরপূর্তি এবং বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়ন অর্জনবিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ বলেছেন, মানব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু অভিযোজনে সফল উদ্ভাবনের মাধ্যমে সাফল্যের সঙ্গে দারিদ্র্য কমাতে কী করা যেতে পারে, তা বিশ্বকে করে দেখিয়েছে বাংলাদেশ।

তিনি বলেন, ‘বিশ্বব্যাংক বাংলাদেশের সাথে তার ৫০ বছরের অংশীদারত্ব এবং দেশের উল্লেখযোগ্য উন্নয়ন অগ্রযাত্রার অংশ হওয়ার জন্য গর্বিত। আমি এ সফরকালে এসব অর্জন সরাসরি দেখার জন্য উন্মুখ হয়ে আছি।’

বাংলাদেশের এই সফরে তিনি প্রথমে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে দেখা করবেন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments