Thursday, March 28, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলাফেঞ্চুগঞ্জে সৈয়দ সাদী আলম দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

ফেঞ্চুগঞ্জে সৈয়দ সাদী আলম দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

হাসান চৌধুরী, ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি: বিপুল উৎসাহে ২২ জানুয়ারি রবিবার রাতে ফেঞ্চুগঞ্জের পুরানবাজারে আয়োজিত যুক্তরাজ্য প্রবাসি সৈয়দ সাদী আলম দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরনী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

পুরানবাজার, শ্রীমিস্রি এবং নিজামপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাইজগাও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনায়েত হোসেন রাসেলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরভাগ ইউপির সাবেক চেয়ারম্যান মজনুর রহমান চৌধুরী,দুনীতি প্রতিরোধ কমিটি ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মামুনুর রশীদ, যুক্তরাজ্য প্রবাসি সৈয়দ রজব আলী, সৈয়দ গজনফর আলী, লাল মিয়া, আবুল কাশেম চৌধুরী রুমেল।

ফাইনালে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নকীব রিফাত এবং সুইট রাহিম জুটি।

খেলায় নকীব, রিফাত জুটি ২-০ গেমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী জুটির হাতে টফি তুলে দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের পৃস্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসি সৈয়দ সাদী আলম ও টুর্নামেন্টের মিডিয়া পার্টনার দৈনিক মানবজমিন প্রতিনিধি সাংবাদিক হাসান চৌধুরীকে।

ক্রেস্ট প্রাপ্ত হন, বাবুল আহমেদ, আহাদ হোসেন, আব্দুল হাকিম।

খেলা পরিচালনার পুরস্কার দেয়া হয় জামাল উদ্দীনকে।

বিশেষ ক্রেস্ট তুলে দেয়া হয় প্রবাসি হিসেবে যথাক্রমে ইউকে প্রবাসি জুবায়ের হোসেন, সৌদি প্রবাসি নকীব উজ জামান, ফ্রান্স প্রবাসি জুনেদ আহমদ, আমেরিকা প্রবাসি জুসেফ চৌধুরী এবং ফ্রান্স প্রবাসি পাবেল আহমদের হাতে।

অনুষ্ঠানে মাইজগাও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনায়েত হোসেন রাসেল পুরানবাজারে বিদ্যমান ব্যাডমিন্টন মাঠকে খেলার আউটডোর ভেন্যু হিসেবে উপযোগী করে দেয়ার দাবী জানালে প্রধান অথিতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম খেলার মাঠের সংস্কারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুবেল আজম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments