অভিনেত্রী হোমায়রা হিমুর জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) বাদ জুমা চ্যানেল আই প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে অভিনেত্রীর মরদেহ নিয়ে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন স্বজনরা।
জানাজায় অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম, সাধারণ সম্পাদক রওনক হাসানসহ অভিনেত্রীর সহকর্মীরা অংশ নেন।
জানা গেছে, লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশেই হিমুকে সমাহিত করা হবে।
এদিকে হিমুর বন্ধু জিয়াউদ্দিন রুফিকে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১। এ বিষয়ে শুক্রবার বিকেল ৫টা ৩০মিনিটে গণমাধ্যমকে বিস্তারিত জানাবেন র্যাব।