Thursday, December 7, 2023
spot_imgspot_imgspot_imgspot_img
Homeলিডনিউজজামালগঞ্জে বৌলাই নদীর উত্তর পারে স্থায়ী বাজার নির্মাণের দাবিতে ১২ গ্রামের মানববন্ধন

জামালগঞ্জে বৌলাই নদীর উত্তর পারে স্থায়ী বাজার নির্মাণের দাবিতে ১২ গ্রামের মানববন্ধন

হাবিব রহমান.সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে স্থায়ী বাজার নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৫ টায় উপজেলার বেহেলী ইউনিয়নের বৌলাই নদীর উত্তর পাড়ে অস্থায়ী বাজারকে স্থায়ী বাজার নির্মাণের দাবিতে প্রায় তিন শতাধিক মানুষ মানববন্ধন করেন।

জানা যায়, উপজেলার বেহেলী ইউনিয়নের বৌলাই নদীর উত্তর পাড় বেহেলী গ্রাম সংলগ্ন প্রায় সাড়ে তিন একর জায়গার উপর দীর্ঘদিন যাবত অস্থায়ী (ষান্মাসিক) হাট বাজার চালিয়ে আসছেন স্থানীয় কিছু ব্যবসায়ী। আবার বর্ষাকালে পানির নিচে তলিয়ে যায় এ বাজার তখন কয়েকশত ব্যবসায়ী একেবারে বেকার হয়ে পড়েন। তখন ক্রেতা-বিক্রিতার ক্রয়-বিক্রিয়ের প্রয়োজন হলেই যেতে হয় উপজেলার ৮ কিলোমিটার দূরে সাচনা বাজারে। এতে চরম ভোগান্তিতে পড়েন ১২ গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ। কিন্তু একটি কুচক্রীমহল এ বাজারকে গোচারণ ভূমির অযুহাতে স্থায়ী করনে বাধাঁগ্রস্থ করছে। এমনকি বাজারটি ধ্বংস করার পাঁয়তারায় লিপ্ত রয়েছে দীর্ঘদিন যাবত।

মানববন্ধনে অংশ নেন, ইসলামপুর, শিবপুর, চন্ডিপুর, রাধানগর, রহমতপুর, বেহেলী মশলঘাট, তিলকই, নতুন মশলঘাট, হরিনগর ও বাঘানী গ্রামবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামপুর গ্রামের মো. রইছ উদ্দিন, রাধানগর গ্রামের মো. আশাদুর রহমান, আবছার উদ্দিন, শিবপুরের সুরুজ্জামাল, বেহেলীর রানুপাল, ঝুনু পাল, মশলঘাটের ভজন দাস, নতুন মশলঘাটের আব্দুল জলিল।

এসময় বক্তারা বলেন, বেহেলী ইউনিয়নে উল্লেখযোগ্য তেমন কোনো বাজার নেই। বিশেষ করে নদীর উত্তর পাড়ের প্রায় ১২ থেকে ১৫ গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি অস্থায়ী বাজারটিকে স্থায়ী করার জন্য।

এছাড়াও তাঁরা বলেন, এই ইউনিয়নের মানুষ মৎস্য ও কৃষি নির্ভর। এখানে মাছ ও বিভিন্ন সবজি উৎপাদন করে থাকেন, কিন্তু রাস্তাঘাট ও স্থায়ী বাজার না থাকায় দীর্ঘ বছর যাবত তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তাই তারা সরকারের কাছে এই বাজারটিকে বারোমাসি বাজার করার জোড় দাবি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদ রানা জানান, সরকারি জায়গায় বিধি মোতাবেক ২০,২২ বছরের বহু পুরাতন বাজারকে পেরিফেরিভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে স্থায়ী বাজার জনসাধারণ উপকৃত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments