Thursday, December 7, 2023
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকপাকিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্পের আঘাত

পাকিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্পের আঘাত

পাকিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (১৫ নভেম্বর) ভোরে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়।

ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুস্থান টাইমস খবরটি নিশ্চিত করেছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেয়া তথ্য অনুসারে, বৃহস্পতিবার পাকিস্তানে ৫.২ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৩৫.৯৬ ডিগ্রি অক্ষাংশ এবং ৭১.৫৮ ডিগ্রি দ্রাঘিমাংশে, যা আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছাকাছি একটি অঞ্চলকে নির্দেশ করে। ভূমিকম্পের গভীরতা রেকর্ড করা হয়েছে ১৮ কিলোমিটার।

তবে এই ভূমিকম্প থেকে এখন পর্যন্ত কোন হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পওয়া যায়নি। এছাড়া কোনও সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

এর আগে গত মার্চে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল পাকিস্তানে। রাজধানী ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, কোয়েটা, পেশোয়ার, কোহাট, লাক্কি মারওয়াতসহ প্রায় পুরো পাকিস্তানে কম্পন অনুভূত হওয়ার পাশপাশি অন্তত ৯ জনের প্রাণ কেড়ে নিয়েছিল সেই ভূমিকম্প।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments