লন্ডন অফিস: ইস্টহাম মুসলিম কমিনিটি এসিসোয়েশন ইউকের আয়োজনে লন্ডনে ওয়াজ মাহফিল অনুষ্টিত হয়েছে।
গত রবিবার সন্ধ্যা ৪ঘটিকার সময় ফ্লিন্ডার কমিনিটি সেন্টারে এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। ইস্টহাম মুসলিম কমিনিটি এসিসোয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো: আব্দুল মতিনের পরিচালনায় ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ আব্দুর রহমান মাদানী, হযরত বেলাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা কারী নিয়াজ মোহাম্মদ, শ্রীলঙ্কান মসজিদের ইমাম ও খতিব সাঈয়েদ মাওলানা রিয়াজ আহমেদ। এসময় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ আব্দুর রহমান মাদানী কমিটির পক্ষ থেকে একটি মসজিদ নির্মানের জন্য আহ্বান জানালে কমিনিটি পক্ষ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়।
তিনি এই মসজিদসহ ব্রিটেনে সকল সমজিদে সহযোগীতার হাত প্রসারিত রাখতে সকলকে অনুরোধ জানান। এসময় আরো উপস্থিত ছিলেন,মোহাম্মদ আলী,আব্দুল হক,আব্দুল কাসিম, নুর জাহিরুল ইসলাম, আব্দুল আলীম,হাবিবুর রহমান,আব্দুর রব, মাসুম, আলতাব, আখতার, সাত্তার, মারুফ, জাকারিয়া, হাসান, সাদিক, বাহার, বুরহান, সাদিক, হাসান, আসাদ , শরিফ, মিছবা, মে: রহমান প্রমূখ।পরে ফিলিস্থিনসহ দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাত করা হয়।
বাংলাপেইজ/এএসএম