Sunday, October 6, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশপাটুরিয়ায় বাল্কহেডের ধাক্কায় যানবাহনসহ ফেরিডুবি, জীবিত উদ্ধার ৬

পাটুরিয়ায় বাল্কহেডের ধাক্কায় যানবাহনসহ ফেরিডুবি, জীবিত উদ্ধার ৬

মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় রজনীগন্ধা নামে একটি ফেরি ডুবে গেছে।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে মাঝ নদীতে নোঙর করে রাখা ফেরিটি ডুবে যায়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাম হোসেন ইসলাম বলেন, তাৎক্ষণিক এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ডুবে যাওয়া ফেরি থেকে এখন পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফেরিটিতে মোট ৯টি ট্রাক ছিলো।

এর আগে, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে রাত দেড়টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। তখন মাঝ নদীতে আটকে যায় ফেরি রজনীগন্ধা।

এ সময় মাঝ নদীতে থেমে থাকা ফেরি দেখতে না পেয়ে একটি বাল্কহেড ধাক্কা দিলে ফেরিটি ডুবে যায়।

এদিকে, আরিচা ফায়ার সার্ভিস জানায়, সকাল ৮টা ১৬ মি‌নিটে খবর পাই, পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের কাছে রজনীগন্ধা নামের একটি ফেরি ডুবে গে‌ছে। ৮টা ২৩ মি‌নি‌টে আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

রাজধানীর সিদ্দিক বাজার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের আরও ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বলেও জানায় আরিচা ফায়ার সার্ভিস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments