মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। রোববার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ওই ব্যক্তি টেকনাফ শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা। তবে, তাৎক্ষণিক তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন, খবর পেয়েছি শাহপরীর দ্বীপের এক বাসিন্দা মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
আইকে/বাংলাপেইজ