Wednesday, October 2, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeলিডনিউজসিলেটে দিনব্যাপী চাকুরী মেলা অনুষ্ঠিত

সিলেটে দিনব্যাপী চাকুরী মেলা অনুষ্ঠিত

লন্ডন অফিস: বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১১% পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ হলো হিজড়া, দলিত. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, এবং প্রতিবন্ধী ব্যক্তি।

জনগোষ্ঠীগুলো তাদের আর্থ-সামাজিক অবস্থান এবং শারীরিক প্রতিবন্ধকতার কারণে মানসম্মত শিক্ষা থেকে শুরু করে একটি সম্মানজনক পেশা গ্রহণের ক্ষেত্রে প্রতিনিয়ত বৈষম্যের শিকার হয়। বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অনগ্রসরতার একটি অন্যতম প্রধান কারণ হলো অর্থনৈিিতক পশ্চাৎপদতা।

উল্লেখ্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক চর্চা লাঘব এবং তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় তাদের সক্রিয়  অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন এবং ক্রিশ্চিয়ান এইড এর সহায়তায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাসাইটি,
নাগরিক উদ্যোগ, ব্লাস্ট, এবং ওয়েভ ফাউন্ডেশন ২০২১ সাল থেকে ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ’ শিরোনামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সাথে এডভোকেসির মাধ্যমে
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হলেও প্রশিক্ষণ শেষে তারা প্রয়োজনীয় অর্থ এবং সুযোগের অভাবে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বা কোন মর্যাদাপূর্ণ পেশায় যেতে পারছে না।

সুতরাং মর্যাদাপূর্ণ পেশায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি নিশ্চিত করার লক্ষ্যে ‘কাউকে বাদ দিয়ে নয় জোট’ বিভাগীয় পর্যায়ে চেম্বার অব কমার্স ও যুব উন্নয়ন অধিদপ্তর এর সাথে প্রতিনিয়ত এডভোকেসি করে চলেছে। এই এডভোকেসি কার্যক্রমকে আরো বেগবান করার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কর্মসংস্থানে অন্তর্ভূক্তির লক্ষ্যে ‘কাউকে বাদ দিয়ে নয় জোট’-এর নেতৃত্বে ০৬ জুন, ২০২৪ সিলেট প্রেস ক্লাব, সুবিদবাজার, সিলেট -এ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যোগ্যতাসম্পন্ন বেকার যুবদের জন্য দিনব্যাপি একটি ‘চাকুরি-মেলা’ আয়োজন করা হয়। উক্ত চাকুরি-মেলা-এ স্থানীয় এবং জাতীয় পর্যায়ের চাকুরিদাতা ১৫ টি ব্যবসায়ী এবং উন্নয়ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রায় ১০০ এর অধিক পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চাকুরিপ্রার্থী অংশগ্রহণ করেন।

এছাড়াও মেলায় বিভাগীয় কাউকে বাদ দিয়ে নয় জোটের সদস্যবৃন্দ, প্রকল্পের অন্তর্ভূক্ত সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) এর সদস্যবৃন্দ, ভলান্টিয়ার, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীগণ অংশগ্রহণ করেন।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষনা করেন মকলিছুর রহমান কামরান, ভারপ্রাপ্ত মেয়র (প্যানেল মেয়র-১), সিলেট সিটি কর্পোরেশন। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আকরাম হোসেন, সহকারী জেলা শিক্ষা অফিসার, সিলেট। ইকরামুল কবির, সভাপতি, সিলেট প্রেসক্লাব, সিলেট, সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক, সিলেট প্রেস ক্লাব।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জালাল উদ্দিন রুমি সভাপতি, কাউকে বাদ দিয়ে নয় জোট-সিলেট।
চাকুরি-মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আজবাহার আলী, পিপিএম, উপ পুলিশ কমিশনার (উত্তর) সিলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রফিকুল ইসলাম শামীম, উপ পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেট, সমাপনী অনুষ্ঠানে আয়োজক সংস্থা বন্ধুসোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির এর পক্ষে প্রকল্প সমন্বয়কারী মো: আল আমিন হোসেন স্বাগত বক্তব্য রাখেন।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে কার্যকর যোগাযোগ মাধ্যম একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। মেলার মাধ্যমে বিভাগীয় পর্যায়ের চাকুরি-প্রার্থী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যোগ্যতাসম্পন্ন বেকার যুব এবং স্থানীয় চাকুরি-দাতা প্রতিষ্ঠানগুলোকে একই প্লাটফর্মে নিয়ে আসার কাজটি অনেক সহজতর হয়েছে। এর মাধ্যমে চাকুরিদাতা প্রতিষ্ঠানগুলো সরাসরি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যুবদের দক্ষতা যাচাই এবং তাদের জন্য কাজের সুযোগ সৃষ্টিতে সক্ষম হয়েছে। অনেক আশার বিষয় যে, চাকুরিদাতা প্রতিষ্ঠানগুলো তাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে করণীয় সম্পর্কে সচেতন হয়েছে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানে এগিয়ে এসেছে। একারণে বক্তাগণ তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। বক্তাগণ আরো বলেন, এমন আয়োজন প্রতিবছর করা সম্ভব হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে বেকারত্বেরহ অনেকাংশে কমে আসবে এবং তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments