বাংলাপেইজ ডেস্ক: ফুফু হারিয়েছেন লন্ডনভিত্তিক বাংলাদেশি কমিউনিটির বড় পত্রিকা বাংলাপেইজ টুয়েন্টিফোর ডট কমের (www.banglapage24.com) সম্পাদক খালেদ মাসুদ রনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহী রাজিউন…)
তার মৃত্যু গভীরভাবে শোক প্রকাশ করছে বাংলাপেইজ পরিবার। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাসবভবনে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন সম্পাদক নিজেই।
সেখানে তিনি লিখেন- ‘এক সপ্তাহের ভিতরে দুই প্রিয়জনকে হারালাম। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহী রাজিউন…)
গত মঙ্গলবার আমার ভগ্নিপতি (বোনের স্বামী) সেবুল আহমদ ইন্তেকাল করেন। মঙ্গলবার দিবাগত রাত বাংলাদেশ টাইম ১.৩০ মিনিটে নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন।
আজ শুক্রবার আমার মেজ ফুফুকে হারিয়েছি।বিকাল বাংলাদেশ টাইম ৭:৩০ মিনিটের সময় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।এদিকে আমি নিজেও অসুস্থ, সকলের জন্য সবার কাছে দোয়া চাই।’
বাংলাপেইজ/এএসএম