Saturday, July 12, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদপর্দা উঠলো ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ এর

পর্দা উঠলো ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ এর

ক্রীড়া ডেস্ক: জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ারের সামনে পর্দা উঠল অলিম্পিকের ৩৩তম আসরের। এবারই প্রথম স্টেডিয়ামের বাইরে হলো জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে ১২টি ভাগে মোট ৩ হাজার নৃত্যশিল্পী, সংগীতশিল্পী ও বিনোদনকর্মী অংশ নিয়েছেন। এ আসরে বাংলাদেশের ৫ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। এর মধ্যে আর্চার সাগর ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করেছেন।

বিশ্বের দ্বিতীয় শহর হিসেবে তিনবার অলিম্পিক আয়োজনের ইতিহাস গড়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস। ফ্রান্সের ১৬টি শহর মাতাবে অলিম্পিকের নানা ইভেন্টে। এবারের উদ্বোধনী অনুষ্ঠানে ছিল ভিন্নতা। প্রত্যেকবার অলিম্পিকের উদ্বোধনীতে অংশগ্রহণকারী খেলোয়াড়রা প্যারেডে ব্যবহার করলেও প্যারিসে দেখা গেছে ১০ হাজার খেলোয়াড়দের নৌকায় করে সিন নদীর ৬ কিলোমিটার পথ পাড়ি দিতে।

এর মধ্য দিয়েই অংশগ্রহণ করতে যাওয়া ২০৬ দেশের পরিচিতি পর্ব শেষ হয়। যেখানে সবার আগে আসে অলিম্পিকের জন্মভূমি গ্রিস। সবার শেষে আসে আয়োজক দেশ ফ্রান্স। এদের মধ্যে আর্চার সাগর ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করেছেন।

নাচে, গানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় সিন নদীর পাড়। থাকে চোখ-ধাঁধানো আতশবাজি। এছাড়াও সিনের নদী থেকে সাবমেরিন ভেসে ওঠার দৃশ্যও থাকে। উদ্বোধনী অনুষ্ঠানটি মোট ১২টি ভাগে ভাগ মোট ৩ হাজার নৃত্যশিল্পী, সংগীতশিল্পী ও বিনোদনকর্মী অংশ নেন। অনুষ্ঠানে গেছে ফরাসি সংগীত তারকা আয়া নাকামুরা। এছাড়া অনুষ্ঠানে পারফর্ম করেছেন টাইটানিকের জনপ্রিয় গানের শিল্পী সেলিন ডিওনের পরিবেশনা। পুরো উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা করছেন প্রখ্যাত থিয়েটার পরিচালক টমাস জলি।

২০৬টি দেশের ১০ হাজার ক্রীড়াবিদের পদচারণায় মুখর হবে এবারের প্যারিস অলিম্পিক। তারা অংশ নেবেন ৩২টি খেলার ৩২৯টি ইভেন্টে। এবারের অলিম্পিক আয়োজনে খরচ হতে পারে প্রায় ৯ বিলিয়ন ইউরো।

এবারের গেমসের প্রথম ডিসিপ্লিন হিসেবে মাঠে গড়িয়েছে ফুটবল। আর শেষ ডিসিপ্লিন হলো ভারোত্তোলন। যা শুরু হবে ৭ আগস্ট। ১১ আগস্ট পর্দা নামবে প্যারিস অলিম্পিক গেমসের। গেমসের মূল আকর্ষণ অ্যাথলেটিক্স, গেমসের মাদার ইভেন্ট শুরু হবে ১ আগস্ট। চলবে ১১ আগস্ট শেষ দিন পর্যন্ত।

প্যারিস অলিম্পিকে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন পাঁচ ক্রীড়াবিদ। যাদের মধ্যে সাগর আর্চারি, রবিউল শুটিং, সোনিয়া ও সামিউল সাঁতারে এবং ইমরানুর রহমান খেলবেন দৌড় প্রতিযোগিতায়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments