Saturday, September 7, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদটেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তারিখ প্রকাশ

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তারিখ প্রকাশ

ক্রীড়া ডেস্ক: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তারিখ নির্ধারণ করেছে আইসিসি।আগামী বছরের ১১-১৫ জুন গড়াবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ১৬ জুন দিনটিকে রিজার্ভ ডে হিসেবে বিবেচিত হবে। ফাইনালের টিকিটও এরই মধ্যে ছেড়েছে আইসিসি।

মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে চ্যাম্পিয়নশীপের তারিখ নির্ধারণ করেছে তারা। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতি চক্রের স্থায়িত্বকাল দুই বছর। পয়েন্টের শতকরা হারের ভিত্তিতে টেবিলের শীর্ষ দুই দল খেলে ফাইনাল। ২০২১ সালে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড।

২০২৩ সালে ওভালে দ্বিতীয় চক্রে ভারতকে ২০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০২৩-২৫ চক্রে সবার উপরে আছে ভারত। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ২-০ ব্যবধানে ঐতিহাসিক জয়ে দুই ধাপ এগিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠেছে বাংলাদেশ।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments