Monday, December 2, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
HomeUncategorizedআলেমদের রাজনীতি আল্লাহর নবীদের রাষ্ট্রীয় ও অর্থনৈতিক উত্তরাধিকার: মাওলানা ফজলুর রহমান

আলেমদের রাজনীতি আল্লাহর নবীদের রাষ্ট্রীয় ও অর্থনৈতিক উত্তরাধিকার: মাওলানা ফজলুর রহমান

লন্ডন অফিস: জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের কেন্দ্রীয় আমীর মাওলানা ফজলুর রহমানের সম্মানে জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কের বিশেষ আয়োজনে পূর্ব লন্ডনের একটি সেমিনার হলে এক বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কের সভাপতি মাওলানা শুয়াইব আহমদের তত্ত্বাবধানে এবং ইউ.কে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল মুনতাকিম র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় আমীর, বর্ষিয়ান রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান।

তিনি তাঁর বক্তব্যে আলেমদের রাজনীতির ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা রাখার প্রতি জোর দিয়ে বলেন যে, পৃথিবী এবং সমগ্র সৃষ্টির সবকিছুই পরকালের অসীম, চিরস্থায়ী এবং অগণিত নেয়ামতের তুলনায় অতি তুচ্ছ। এই দুনিয়ার সকল নিয়ামত ও সম্পদের ন্যায়সংগত বণ্টন এবং প্রাকৃতিক সিস্টেমের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সমগ্র মানব জাতির উপকার নিশ্চিত করার শান্তিপূর্ণ প্রচেষ্টাকেই আমরা ‘রাজনীতি’ আখ্যায়িত করে থাকি।

এই রাজনীতি সকল নবী, রাসুল এবং মহানবী হযরত মুহাম্মদ (ﷺ)-এর উপর অর্পিত গুরু দায়িত্ব। এই অর্থে হাদীস শরিফের আলোকে, রাজনীতি সকল নবী গনের উপর আরোপিত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুতরাং নবীদের উত্তরাধিকারী হিসেবে আলেম সমাজ ও দ্বীনদার মানুষেরা কখনও এই রাজনীতি থেকে দূরে থাকতে পারেন না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, শত্রু শক্তি আমাদেরকে এই ঐশী দায়িত্ব থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে।

তিনি আরো বলেন যে, আল্লাহ প্রদত্ত নেয়ামত সমুহের ন্যায়সংগত বণ্টনের সঠিক রীতি আল্লাহ কোরআনের মাধ্যমে এবং নবী করিম (ﷺ) হাদিসের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোরআনের স্পষ্ট প্রমাণের ভিত্তিতে আমাদেরকে এ দায়িত্ব আবশ্যকীয় বিশ্বাস করে পালন করা উচিত।

মাওলানা ফজলুর রহমান উল্লেখ করেন যে, আমাদের অনুসরণীয় পূর্বসূরীগন বিশেষতঃ শায়খুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান এবং মুফতি কিফায়াতুল্লাহ দেহলভি এই দায়িত্ব পালনের জন্য জমিয়তে উলামা শিরোনামে বিরাট প্লাটফর্ম প্রতিষ্ঠা করে গিয়েছেন এবং এ অঙ্গনে ঐক্য ও একতা হলো আমাদের জন্য প্রাণশক্তি।

এ অঙ্গনে কাজ করার জন্য মসলক মাশরাবের ভিন্নতাকে কখনো প্রতিবন্ধক বিবেচনা করা হয়নি, বরং এই প্ল্যাটফর্মে সকল মসলক ও মতাদর্শের মধ্যে সেতুবন্ধন রচনাই ছিল মূল লক্ষ্য। অত এব এ মহান কাজে ঐক্যের অপরিসীম প্রয়োজনীয়তা আমরা নির্দ্বিধায় উপলব্ধি করতে পারি।

নৈশভোজ অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কের সভাপতি মাওলানা ডক্টর শোয়েব আহমদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অফ মসজিদের চেয়ারম্যান, জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের প্রধান উপদেষ্টা মাওলানা হাফিজ শামসুল হক, হেফাজতে ইসলাম ইউ.কের আমীর মাওলানা মুফতি আব্দুর রহমান মনোহরপূরী, ইষ্ট লন্ডন মসজিদের প্রধান ইমাম ও খতীব শায়খ আব্দুল কাইয়ূম, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাদির সালেহ, মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী,বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ এবং অন্যান্য উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।

এ সময়ে জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম এবং সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ মাওলানা ফজলুর রহমানের রাজনৈতিক দূরদর্শিতা এবং অনবদ্য কৃতিত্বের ভূয়সি প্রশংসা করেন এবং তাঁকে মুসলিম উম্মাহর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ইকরা টিভির উপস্থাপক মাওলানা আব্দুল বাসিত কঠোর পরিশ্রম করেন এবং এতে উপস্থিত ছিলেন ইউরোপ জমিয়তের সহ সভাপতি মাওলানা সৈয়দ আশরাফ আলী, মাওলানা সৈয়দ মুশারফ আলী, ইউকে জমিয়তের সহ সভাপতি মাওলানা সৈয়দ তামিম আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ এর সাধারণ সম্পাদক মুফতি মওসুফ আহমদ, ইউকে জমিয়তের সহ সভাপতি হাফীজ হুসাইন আহমদ বিশ্বনাথী, ইউকে জমিয়তের সহ সভাপতি মাওলানা আশফাকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যে শাখার সহ সভাপতি আলহাজ্ব আতাউর রহমান ও সেক্রেটারি মুফতি ছালেহ আহমদ, ইউকে জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম কিয়ামপুরী,ইউরোপ জমিয়তের জয়েন্ট সেক্রেটারি মাওলানা মামনূন মুহিউদ্দীন,ট্রেজারার মাওলানা জসীম উদ্দীন, খেলাফত মজলিস যুক্তরাজ্যে শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল করীম,মাওলানা দিলওয়ার হুসাইন,ইউকে জমিয়তের সহ সেক্রেটারি হাফীজ জিয়া উদ্দিন,মাওলানা মইন উদ্দিন খান,মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, ইউকে জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, মাওলানা হাফিজ মাসুম আহমদ, ট্রেজারার হাফীজ রশিদ আহমদ,তাফসিরুল কোরআন সম্পাদক হাফীজ মাওলানা মুশতাক আহমদ,সহ প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হাই আল হাদী,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফীজ মাওলানা খালীদ আহমদসহ অনেক উলামা ও নেতৃবৃন্দ।

বিশ্বের বর্ষিয়ান রাজনীতিবিদ ও ইসলামী নেতা পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলাম এর আমীর মাওলানা ফজলুর রহমানের সম্মানে নৈশভোজে ইউকে জমিয়ত নেতৃবৃন্দ মাওলানা ফজলুর রহমানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এসময় জমিয়তের শত বার্ষিকী উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন ও মাওলানা ফজলুর রহমানের হাতে তুলে দেন ইউকে জমিয়ত নেতৃবৃন্দ।মাওলানা ফজলুর রহমানের সমাপনী দোয়া ও নৈশভোজের মাধ্যমে নৈশভোজ অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments