Monday, December 2, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeক্যাম্পাসপিয়ারসন ও ব্রিটিশ কাউন্সিল ১১তম আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডসে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা

পিয়ারসন ও ব্রিটিশ কাউন্সিল ১১তম আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডসে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক :বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও যুক্তরাজ্যের বৃহত্তম অ্যাওয়ার্ডিং বডি পিয়ারসন এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ‘বাংলাদেশে ১১তম হাই অ্যাচিভারস’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ২০২৩ এবং ২০২৪ সালে ইন্টারন্যাশনাল জিসিএসই এবং এ লেভেল পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মানিত করা হয়। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বছর মোট ৭৪২ জন শিক্ষার্থীকে তাদের অসাধারণ অর্জনের জন্য স্বীকৃতি দেওয়া হয়। এর মধ্যে ৪০ জন বিভিন্ন বিষয়ে বিশ্বসেরা এবং এশিয়ার সেরা সনদ লাভ করেন, এবং ৩৯ জন বাংলাদেশে সর্বোচ্চ নম্বর অর্জনকারী হিসাবে সম্মানিত হন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে (৪৬১) ইন্টারন্যাশনাল জিসিএসই শিক্ষার্থী এবং (২০২) ইন্টারন্যাশনাল এ লেভেল শিক্ষার্থী অন্তর্ভুক্ত ছিলেন।

পিয়ারসন ইউকে-এর গ্লোবাল মার্কেটিং ডিরেক্টর মিস লিসা ইভান্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের প্রশংসা করেন।
তিনি বলেন, ‘এই পুরস্কারগুলো আমাদের শিক্ষার্থীদের অসীম সম্ভাবনাকে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে সহায়তা করবে। আমরা তাদের উজ্জ্বল সাফল্যে গর্বিত।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর মি. ড্যান পাশা, পিয়ারসনের এমপ্লয়েবিলিটি ডিরেক্টর মিস প্রিমিলা পলরাজ, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মি. স্টিফেন ফোর্বস এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি এক্সামস ডিরেক্টর মি. ম্যাক্সিম রাইমান। অনুষ্ঠানে তারা বৈশ্বিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে ভবিষ্যৎ নেতাদের ক্ষমতায়ন ও উদ্ভাবনের জন্য এর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন।

আয়োজনে পিয়ারসন বাংলাদেশের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার মি. আবদুল্লাহ আল মামুন লিটন এবং মিস জান্নাতুল ফেরদৌস সিগমা অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

তারা উল্লেখ করেন, পিয়ারসন এডেক্সেল যোগ্যতা অর্জনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, টরন্টো বিশ্ববিদ্যালয় এবং ব্রাউন বিশ্ববিদ্যালয়সহ শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশ পিয়ারসন এডেক্সেল যোগ্যতার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে পরিচিত। যেখান থেকে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করছে।

ব্রিটিশ কাউন্সিল এবং পিয়ারসন উভয়ই আশা করে, এ ধরনের ইভেন্ট শিক্ষার্থী, অভিভাবক এবং স্কুলগুলোকে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের জন্য অনুপ্রাণিত করবে।

পিয়ারসন সম্পর্কে:

পিয়ারসন যুক্তরাজ্যের বৃহত্তম অ্যাওয়ার্ডিং বডি, যা আন্তর্জাতিক প্রাইমারি, লোয়ার সেকেন্ডারি, ইন্টারন্যাশনাল জিসিএসই এবং ইন্টারন্যাশনাল এ লেভেলসহ ১০০টিরও বেশি দেশে একাডেমিক যোগ্যতা প্রদান করে। আরও বিস্তারিত জানতে, ভিজিট করুন পিয়ারসন কোয়ালিফিকেশনস।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments