Tuesday, December 3, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদলন্ডন মুসলিম সেন্টারে ইসলামফোবিয়া বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডন মুসলিম সেন্টারে ইসলামফোবিয়া বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মুসলিম কমিউনিটি এসোসিয়েশন (এমসিএ) এর উদ্যোগে শুক্রবার (২৯ নভেম্বর ২০২৪) ‘ইসলামফোবিয়া উন্মোচিত: মুসলিম সম্প্রদায়ের উপর প্রভাব’ বিষয়ক সেমিনার অনুস্টিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর সন্ধ্যায় লন্ডন মুসলিম সেন্টারের ২য় তলায় অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন এমসিএ এর সাবেক প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন খান, শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মানবাধিকার সংগঠন মুসলিম ভয়েস এর এক্সিকিউটিভ ডিরেক্টর মাহফুজ নাহিদ।

সেমিনারে অতিথি ছিলেন মিডল ইস্ট আই’র পুরস্কার বিজয়ী সাংবাদিক, লেখক ও কলামিস্ট পিটার ওবোর্ন, ব্রিটিশ গিল্ড অফ ট্রাভেল রাইটার্স অ্যাডেল ইভান্স অ্যাওয়ার্ড প্রাপ্ত সাংবাদিক তারেক হোসেন, মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি, মুসলিম এইডের সাবেক সিইও ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ, মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সাবেক সেক্রেটারি জেনারেল, লেখক ও গবেষক ডক্টর মোহাম্মদ আব্দুল বারি, লন্ডন ইস্ট একাডেমির সাবেক প্রিন্সিপাল, লেখক ও সংগঠক মুসলেহ ফারাদী, ব্যারিস্টার খালেদ নুর, ব্যারিস্টার নজরুল ইসলাম, সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, এম ছি এ’র সাউথ ইস্ট ইংল্যান্ড রিজনের প্রেসিডেন্ট হাফিজ কামাল উদ্দিন সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীররা।

অনুষ্ঠিত সেমিনারে লেখক ও কলামিস্ট পিটার ওবোর্ন বলেন, ইসলামোফোবিয়া ইউরোপ জুড়ে এবং যুক্তরাজ্যে বাড়ছে, যা আমাদের সম্প্রদায়, রাজনীতি এবং মিডিয়াকে প্রভাবিত করছে। আমরা এই ক্রমবর্ধমান হুমকির মোকাবিলা করছি, বিশেষ করে ব্রিটিশ রাজনীতি এবং মিডিয়ার মধ্যে, এবং চ্যালেঞ্জ এবং এটিকে অতিক্রম করার উপায়গুলি অন্বেষণ করি৷

ইউরোপীয় ইতিহাস এবং ইসলামফোবিয়া এর উপর চমৎকার আলোচনা করেন লেখক ও সাংবাদিক তারিক হোসেন।

ব্যারিস্টার হামিদ আজাদ বলেন ইসলামোফোবিয়া মোকাবেলা করা শুধু মুসলমানদের দায়িত্ব নয়; এটি একটি বিশ্বব্যাপী প্রচেষ্টা যার জন্য সরকারী পদক্ষেপ সহ সমষ্টিগত পদক্ষেপের প্রয়োজন। এই সেমিনার থেকে তিনি দাবি জানান যে সরকারকে অবশ্যই ইসলামোফোবিয়ার একটি আইনি সংজ্ঞা গ্রহণ করতে হবে এবং দেশের নাগরিক হিসাবে অন্যান্য সম্প্রদায়ের মতো মুসলিম সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে আইন প্রণয়ন করতে হবে।
আসুন আমরা এমন একটি বিশ্ব গড়তে নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ করি যেখানে ঘৃণা ও কুসংস্কারের উপর পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার জয় হয়। এই সেমিনারটি আমাদের সৃষ্টিকর্তার দ্বারা নির্ধারিত প্রতিটি মানুষের মর্যাদা সমুন্নত রাখার জন্য টেকসই প্রচেষ্টার সূচনা করুক।

সেমিনারটি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শেষ হয় ।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments