Sunday, February 9, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
HomeUncategorizedমানবাধিকার সংগঠনগুলোকে মানুষের কল্যাণে কাজ করতে হবে

মানবাধিকার সংগঠনগুলোকে মানুষের কল্যাণে কাজ করতে হবে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস)-এর নারায়ণগঞ্জ জেলা শাখা উদ্বোধন করা হয়েছে। এ সময় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আদমজী বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি সিকদার মকবুল হক। আলোচনা সভা ও মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব-আল-রাব্বি।

জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির (জাপমাস) কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আতিক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, জেলা পরিবেশ দপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল এবং জাপমাসের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আকরাম হোসেন।

প্রধান অতিথি বিচারপতি সিকদার মকবুল হক বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে যে পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাজে অপরাধ প্রবণতা কমানোসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সিন্ডিকেট ভাঙ্গতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন ও জনসাধারণের সহযোগিতা প্রয়োজন। তাহলেই দেশে মানবাধিকার রক্ষা হবে। মানবাধিকার সংগঠনগুলোকেও মানুষের কল্যাণে কাজ করতে হবে। অনুষ্ঠানে দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments