Tuesday, March 18, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeঅর্থনীতিপাঠ্যবইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখ ‘ভুল’

পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখ ‘ভুল’

নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২০২৪ সালে ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। তার মৃত্যুর পর পর সারাদেশে নামে আন্দোলনের জোয়ার। এর এক মাসের মধ্যে সরকারের পতন হয়। নতুন বছরে জুলাই গণঅভ্যুত্থানের বিষয়টি পাঠ্যবইয়ে নিয়ে আসে সরকার। সেখানে ১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুর তারিখ পরিবর্তন করে আনা হয় ১৭ জুলাই।

খোঁজ নিয়ে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনে আবু সাঈদের মৃত্যুর তারিখ নিয়ে নবম ও দশম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে। গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তবে এই বইয়ে তার মৃত্যুর তারিখ লেখা হয়েছে ১৭ জুলাই।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত নবম-দশম শ্রেণির ইংরেজি বইয়ে ‘গ্রাফিতি’ শিরোনামের অধ্যায়ে বলা হয়, ২০২৪ সালের ১৭ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন।

তবে একই শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে ‘আমাদের নতুন গৌরবগাথা’ শিরোনামে যে অধ্যায় যুক্ত করা হয়েছে সেখানে সঠিক তারিখ অর্থাৎ ১৬ জুলাই লেখা হয়েছে।

এ বিষয়ে এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর এ কে এম রিয়াজুল হাসান বলেন, বিষয়টি নজরে এসেছে। ওয়েবসাইটে পিডিএফ কপিতে সংশোধনের জন্য বলা হয়েছে। তবে মুদ্রণ হওয়া বইগুলো যেগুলো চলে গেছে সেগুলোর জন্য সংশোধন কপি পাঠানো হবে। আর যেসব বই ছাপা হয়নি সেখানে সংশোধন করে ছাপানোর উদ্যোগ নেয়া হয়েছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments