Monday, April 21, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদওসমানী বিমানবন্দরে বিভিন্ন এয়ারলান্সের ফ্লাইট চালু ও নো ভিসা ফী বাতিলের দাবীতে...

ওসমানী বিমানবন্দরে বিভিন্ন এয়ারলান্সের ফ্লাইট চালু ও নো ভিসা ফী বাতিলের দাবীতে লুটনে জনসভা

লন্ডন অফিস: বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দর করার দাবীতে ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লী ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সহযোগিতায় ও গ্রেটার সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন লুটনের উদ‍্যোগে বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে লুটনের ওয়ালডেক রোডের একটি রেস্তোরায় এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠণের সভাপতি শফিক খুররম চৌধুরী।
সাধারন সম্পাদক রুবেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ক্যাম্পেইন কমিটির আহ্বায়ক কে এম আবুতাহের চৌধুরী ও বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ক্যাম্পেইন কমিটির যুগ্ম আহ্বায়ক জামান আহমদ সিদ্দিকী ,মাহবুবুর রহমান কোরেশী ,মোহাম্মদ আজম আলী ,মাওলানা আব্দুল কুদ্দুছ,সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রব ও অর্থ সচিব সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন।

সভায় শুভেচ্ছা বক্তব‍্য রাখেন সাংবাদিক আনোয়ার হোসেন ও সাংবাদিক খালেদ মাসুদ রনি। সভায় লুটন শহরের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব‍্য রাখেন এস আই খান ,শামীম আহমদ ,কাউন্সিলার আজিজুল আম্বিয়া ,সাংবাদিক সুয়েদ করিম ,আব্দুল করিম জলিল,সাজ্জাদ আলী দিলওয়ার ,আবু সায়ীদ জাহাঙ্গীর ,মাওলানা শহীদ আহমদ ,আতাউর রহমান মানিক ,হাজী আব্দুল গনি ,হাজী আখতার হোসেন ,হাজী আব্দুল্লাহ মিয়া ,সুহেল আহমদ ,জাহেদ চৌধুরী ,এমদাদ হোসেন পাভেল ,সৈয়দ দিলওয়ার,মিয়া মোহাম্মদ জামিল ,ফজিলত আলী খান প্রমুখ ।

সভায় বক্তারা – অনতিবিলম্বে ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর ,ওসমানী বিমান বন্দর থেকে কাতার ,আমিরাত ,সৌদিসহ বিদেশী ফ্লাইট চালু ,নো ভিসা,ফি বাতিল ও বাংলাদেশ হাই কমিশনে কনসুলার সেবা বৃদ্ধি , হলিডে সময়ে ফ্লাইট সংখ্যা বাড়ানো ও টিকিট সিন্ডিকেট ভাঙার দাবি জানান।

সভায় বক্তারা – অনতিবিলম্বে ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর ,ওসমানী বিমান বন্দর থেকে কাতার ,আমিরাত ,সৌদিসহ বিদেশী ফ্লাইট চালু ,নো ভিসা ফি বাতিল ও বাংলাদেশ হাই কমিশনে কনসুলার সেবা বৃদ্ধি , হলিডে সময়ে ফ্লাইট সংখ্যা বাড়ানো ও টিকিট সিন্ডিকেট ভাঙার দাবি জানান।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments