Monday, April 21, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদদেশের সর্বত্র তীব্র শীত

দেশের সর্বত্র তীব্র শীত

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। তবে রাজধানী ঢাকাতেও জেঁকে বসেছে। শীততীব্র শীত এখন দেশের সর্বত্র। এরই মধ্যে ১০ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ।

শুক্রবার (১০ জানুয়ারি) আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, শৈত্যপ্রবাহ গতকাল ছিল ৫ জেলায়, আজ আওতা বেড়ে হয়েছে ১০ জেলায়। আগামীকাল থেকে দুই তিনদিন এর মধ্যে কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ থাকবেনা। কারণ দুইদিন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আগামী ১৬ থেকে ১৭ তারিখের দিকে আবারও শৈত্যপ্রবাহের আওতা বাড়বে।

তিনি বলেন, আজকে সারাদেশেই সূর্যের দেখা মিলেছে। তবে বাতাসের কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে।

ঢাকায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আগামী ১০ দিনের পূর্বাভাসে ঢাকায় শৈত্যপ্রবাহের কোন আভাস দেখছিনা।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments