Sunday, February 9, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদ১৭ বছর পর মুক্ত বাবর, উচ্ছ্বসিত এলাকাবাসী

১৭ বছর পর মুক্ত বাবর, উচ্ছ্বসিত এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক: ‘যারা সাজানো মামলায় আমাদের বাবরকে ফাঁসির রায় দিয়েছিল। তারা আজ দেশছাড়া। তাদের জন্য ঝুলছে ফাঁসির দঁড়ি। এটাই হচ্ছে ইতিহাসের নির্মম সত্য। ইতোমধ্যে ফল পেতে শুরু করেছেন তারা। আমাদের নেতা, আমাদের সন্তান এখন মুক্ত। আদালত তাকে সাজানো মামলা থেকে রেহাই দিয়েছে। শেখ হাসিনা ফাঁসি দিয়ে তাকে হত্যা করতে চেয়েছিল।’ -এভাবেই কথাগুলো বলছিলেন লুৎফুজ্জামান বাবরের চাচাতো ভাই শিক্ষক মো. মাহমুদুর রহমান মির্জা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১টা ৪৮ মিনিটে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বাবর। কারাগারের প্রধান ফটকে ভিড় করে এলাকার মানুষ তাকে অভ্যর্থনা জানান।

সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী বলেন, আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া প্রকাশ করছি। যারা অন্যায়ভাবে তাকে সাজা দিয়েছিল। আজ তারা তাদের পাপের প্রায়শ্চিত্ত করছে।

বাবরের মুক্তির খবরে তার নিজ জেলা নেত্রকোনা ও নির্বাচনী মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরিতে নেতাকর্মীদের মধ্যে বয়ে যাচ্ছে আনন্দের ধারা। ভাটিবাংলার জনপ্রিয় নেতাকে বরণ করতে নেত্রকোনার ও মদনের শহর থেকে গ্রাম সর্বত্র তৈরি করা হয়েছে নানা রঙের তোরণ।

রাস্তাঘাটে মানুষের মাঝে দেখা গেছে উল্লাস। কৃষক, শ্রমিক, রিকশাচালক, শ্রমজীবী মানুষের মুখে মুখে ভেসে বেড়াচ্ছে বাবরের মুক্তির খবর। চায়ের স্টলে, অফিস-আদালতে আড্ডায় আলোচনায় বাবর মুক্তি পেয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নেত্রকোনা থেকে আড়াই শতাধিক বাস ও তিন শতাধিক মাইক্রোবাসে করে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার এলাকার প্রায় ত্রিশ হাজার মানুষ জড়ো হয়েছিলেন। এছাড়াও সাধারণ পরিবহনে ঢাকায় পৌঁছান হাজার হাজার ভক্ত। প্রিয় নেতার মুক্তিতে উচ্ছ্বসিত এলাকার সব শ্রেণিপেশার মানুষ।

জেলার মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম আকন্দ কালবেলাকে বলেন, আমরা আমাদের প্রিয় নেতাকে বরণের জন্য উন্মুখ হয়ে আছি। অন্তত ৫০ হাজার মানুষ ঢাকায় এসেছেন তাকে বরণ করতে। হাওরাঞ্চল মানুষ এসে ঢাকাকে জনসমুদ্রে পরিণত করেছে। তিনি কারামুক্ত হয়ে আবারো এলাকার সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে হাল ধরবেন- এমনটাই আমাদের প্রত্যাশা।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments