Wednesday, June 18, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদএসেসেক্সে টারক মুসলিম সেন্টার ইউকের আয়োজনে সাবেক মেয়র আরিফুল হককে সংবর্ধনা

এসেসেক্সে টারক মুসলিম সেন্টার ইউকের আয়োজনে সাবেক মেয়র আরিফুল হককে সংবর্ধনা

লন্ডন অফিস: এসেসেক্সে টারক মুসলিম সেন্টার ইউকের আয়োজনে সাবেক মেয়র আরিফুল হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ‍্যায় মসজিদ হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক তরক মুসলিম সেন্টার এবং স্ট্যানফোর্ড জামে মসজিদের চেয়ারম্যান ডক্টর সিরাজ আলী,র সভাপতিত্বে সাংবাদিক ও টিভি উপস্থাপক এনাম চৌধুরী’র পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সন’র উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

এসময় চৌধুরী প্রবাসীদের দাবী-দাওয়ার প্রতি একাত্বতা প্রকাশ করে বলেন, আমি যদি আপনাদের দোয়া ও ভালোবাসায় আগামীতে সুজোগ পাই তাহলে যুক্তরাজ‍্য সফরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিলেটকে আধুনিক নগরী হিসাবে গডে তুলবো। তিনি বলেন, যুক্তরাজ‍্যে বসবাসরত নতুন প্রজন্মকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। আমি এবং আমার দল ক্ষমতায় আসলে আমরা সেই চেষ্টা করবো।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান, বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর শরীফ হাসান আল বান্না, তরক কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর কায়সার আব্বাস,টাওয়ার হেমলেট্স কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমেদ, তরক মুসলিম সেন্টার‘র ভাইস-চেয়ারম্যান আব্দুল বারী, দ্যা সংরাইজটুডের চেয়ারম্যান ওয়াজিদ হাসান সেলিম বিইইএম, কমিউনিটি ব্যক্তিত্ব সুলায়মান আহমেদ।

স্ট্যানফোর্ড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সৈয়দ আসিফ আহমদের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদের ভাইস-চেয়ারম্যান মুরাদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান,অর্গানাইজিং সেক্রেটারী বদরুল আলম।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments