Saturday, November 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeঅর্থনীতিঅর্থবছরের প্রথম ২ মাসে পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ১০ শতাংশ

অর্থবছরের প্রথম ২ মাসে পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ১০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১০ শতাংশ। যদিও সদ্যসমাপ্ত আগস্ট মাসে রপ্তানি কমেছে প্রায় ৫ শতাংশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি হয়েছে ৭১৩ কোটি (৭.১৩ বিলিয়ন) ডলার। গত অর্থবছরের প্রথম দুই মাসে হয়েছিল ৬৫০ কোটি (৬.৫০ বিলিয়ন) ডলার।

অর্থাৎ বছরের ব্যবধানে চলতি অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে পোশাক রপ্তানি বেড়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ। আলোচিত দুই মাসে নিটওয়্যার পণ্য রপ্তানি হয়েছে ৩৯৫ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ১১ শতাংশ বেশি। আর ওভেন পণ্য রপ্তানি হয়েছে ৩১৮ কোটি ডলারের, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ২৮ শতাংশ বেশি।

তবে চলতি অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে গত বছরের একই মাসের তুলনায় পোশাক রপ্তানি কিছুটা কমেছে। সদ্য সমাপ্ত আগস্টে মোট পোশাক রপ্তানি হয়েছে ৩১৭ কোটি ডলারের। গত বছরের আগস্টে হয়েছিল ৩৩৩ কোটি ডলারের। অর্থাৎ বছরের ব্যবধানে পোশাক খাতে রপ্তানি কমেছে ৪ দশমিক ৭৫ শতাংশ।

খাত সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক আরোপ করায় এখন নতুন করে দর-কষাকাষি করতে হচ্ছে। এতে আগস্টে কিছুটা অস্থিরতা ছিল, ফলে পোশাকের রপ্তানি কমেছে। সামনের মাসগুলোতে রপ্তানি বাড়বে বলে প্রত্যাশা।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments