Thursday, September 28, 2023
HomeUncategorizedপথচারীদের মধ্যে বিশ্বনাথে ইউএনওর পক্ষ থেকে মাস্ক বিতরণ

পথচারীদের মধ্যে বিশ্বনাথে ইউএনওর পক্ষ থেকে মাস্ক বিতরণ

বিশ্বনাথ  প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথ উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও সচেতনতার লক্ষ্যে ব্যবসায়ী ও পথচারি সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টায় বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া ব্রিজ, নতুন বাজার ও পুরান বাজার এলাকায় ব্যবসায়ী ও জনসাধারণের মধ্যে এ মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার।
মাস্ক বিতরণ ও সচেতনতা প্রচারাভিযানের উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, ইউপি সদস্য শাহনেওয়াজ চৌধুরী সেলিম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, যুবলীগ নেতা সাইদুল ইসলাম, দবির মিয়া প্রমূখ। বিতরণের সময় গণমাধ্যমকর্মিরা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  
এ সময় ইউএনও নুসরাত জাহান ব্যবসায়ী ও জনসাধারণকে জনসমাগম এড়িয়ে চলতে ও স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা প্রদান করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments