Tuesday, December 3, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশসস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন প্রধান বিচারপতি

সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন প্রধান বিচারপতি

সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বুধবার (১৯ জানুয়ারি) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন তিনি।

এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) একই হাসপাতালে ভর্তি হন তার স্ত্রী ডালিয়া ফিরোজ। হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, প্রধান বিচারপতি ও তার স্ত্রী দুজনই সুস্থ আছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় তাদের বিষয়ে মেডিকেল বোর্ড বসবে।

বর্তমানে প্রধান বিচারপতি হাসপাতালের ভিআইপি ডিলাক্সের কেবিন নম্বর ৬১২-তে চিকিৎসাধীন। হাসান ফয়েজ সিদ্দিকী গত ৩১ ডিসেম্বর বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। এদিকে আজ আপিল বিভাগে জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামান ননীর নেতৃত্বে বিচারকাজ চলছে।

অন্যদিকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বাসায় আইসোলেশনে আছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments