Tuesday, November 12, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবিনোদনবনি, এবার প্রেমিকার দলে?

বনি, এবার প্রেমিকার দলে?

ভারতীয় জনতা পার্টি থেকে এবার সরে দাঁড়ালেন টালিউডের তরুণ তারকা বনি সেনগুপ্ত। সোমবার (২৪ জানুয়ারি) টুইট করে এ ঘোষণা দেন তিনি। পশ্চিমবঙ্গের সর্বশেষ বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে বিজেপিতে যোগ দিয়েছিলেন বনি। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই দলত্যাগ করলেন। এর আগে বিজেপি ছেড়েছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও তনুশ্রী তক্রবর্তী। তারাও নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। বিধানসভা নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন প্রত্যেকে। কিন্তু জয়লাভ করতে পারেননি কেউই। টুইট করে বনি বলেন, ‘আমি সবাইকে জানাচ্ছি যে, আজকের পর থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার আর কোনও যোগাযোগ থাকবে না। এই পার্টি কথা রাখতে ও প্রত্যাশা পূরণে ব্যর্থ। তারা পশ্চিমবঙ্গ ও ফিল্ম ইন্ডাস্ট্রির যে উন্নতির কথা বলেছিলেন, আমি সেরকম কোনও উন্নতি দেখতে পাইনি।’

মঙ্গলবার (২৫ জানুয়ারি) কলকাতার একটি গণমাধ্যমকে বনি বলেন, ‘আমি টুইট করার পর থেকেই বিজেপির নেতারা আমাকে ট্রল করতে শুরু করেছেন। বিজেপির একমাত্র লক্ষ্য কীভাবে মমতা ব্যানার্জিকে হারানো যায়। সার্বিক উন্নতির কোনও লক্ষ্যই নেই তাদের। কেউ কোনও খবরও নেয় না। তৃণমূলের পক্ষ থেকে খবর নেয়। শুভেন্দুদা ও রাজীবদার হাত ধরেই এই দলে যোগদান করেছিলাম। কিন্তু নির্বাচনের পর কেউ কোনও খবরই রাখে না। হেরে যাওয়ার পর আর কাজ নিয়ে কেউ কথা বলে না। কাজ করার ইচ্ছে থাকলেও উপায় নেই এই দলে।’

বনির প্রেমিকা কৌশানি মুখার্জি রয়েছেন তৃণমূলে। তাই প্রশ্ন উঠছে, বনিও কি তবে সেই দলেই ভিড়বেন এবার? জবাবে অভিনেতা বলেন, ‘এখন আর কোনও রাজনৈতিক দল নয়, অভিনয়ে ব্যস্ত হতে চাই। বেশ কয়েকটা সিনেমার কাজ হাতে আছে। কাজেই ফোকাস করতে চাই।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments