Saturday, November 2, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeতথ্য প্রযুক্তিনিপুণের বিরুদ্ধে মামলা করবেন জায়েদ খান

নিপুণের বিরুদ্ধে মামলা করবেন জায়েদ খান

জায়েদ খান চক্রান্ত করে জিতেছেন বলে দাবি করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ। রোববার বিকেলে একটি স্ক্রিনশট ফাঁস করে জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন এ চিত্রনায়িকা। তবে জায়েদ খানের দাবি, স্ক্রিনশটটি তার নয়; এটি সুপার এডিটেড। তাকে মানহানি করা হয়েছে মন্তব্য করে জায়েদ খানও মনস্থির করলেন, তিনি নিপুণের বিরুদ্ধে মামলা করবেন।

জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জায়েদ খানের সঙ্গে উচ্চ পর্যায়ের কোনো এক ব্যক্তির আলাপের স্ক্রিনশট ফাঁস করেন নিপুণ। এরপরই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে এফডিসিপাড়া উত্তাল হয়ে ওঠে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জায়েদ খান বলেন, ‘এটা সম্পূর্ণ বানোয়াট। সুপার এডিটেড।আমার একটা ছবি দিয়ে প্রোফাইল খুলে এই স্ক্রিনশটগুলো রেডি করে তারপর ছেড়ে দিয়েছে। আমি ওইদিনই বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কথা বলেছি। অলরেডি আমি স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি। তারা এটা নিয়ে কাজ করছেন। এটা যে করেছে, তাকে আইনের আওতায় আনার জন্য আমি মামলা পর্যন্ত করব।’

স্ক্রিনশটটি যে তার কথপোকথনের নয় তার প্রমাণ দিতে গিয়ে এ নায়ক বলেন, ‘স্ক্রিনশটের ব্যাপারটি নির্বাচনের আগের দিনই আমার কাছে এসেছে। একজন পাঠিয়েছে। আধুনিক যুগে এগুলো সবাই জানেন। স্ক্রিনশট হলে, যার কাছে মেসেজ পাঠিয়েছি, তার ছবিটা কোথায়? দুইজনের সঙ্গে আলাপের স্ক্রিনশট দেখানো হয়েছে, তাহলে সেই মানুষটা কে? আমরা এতো বোকা না। স্ক্রিনশট দিয়ে তার নামটা সরিয়ে দেবেন, তাহলে কীভাবে হবে! ওই লোকটাকে সামনে আনেন। যাকে আমি এসব মেসেজ দিয়েছি, তাকে দেখতে চাই।’

শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে প্রতিনিয়ত ষড়যন্ত্রের শিকার হচ্ছেন দাবি করে টানা তিনবার সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া এই নায়ক বলেন, ‘আমি বলেছিলাম, আমাকে মার্ডার কেসে আটকানোর চেষ্টা করেছে, পপিকে দিয়ে আটকানোর চেষ্টা করেছে, এখন এগুলো শুরু করেছে। ঘটনা হলো, জায়েদ খান জিততেই পারবে না। কিছু মানুষের এমন মানসিকতা কাজ করছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments