Friday, April 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবিনোদনপরীমনির ডিভোর্স ও বিয়ের বৈধতা জানতে আইনি নোটিশ

পরীমনির ডিভোর্স ও বিয়ের বৈধতা জানতে আইনি নোটিশ

নায়িকা পরীমনির আগের বিয়ের ডিভোর্স ও বর্তমান বিয়ের বৈধতা জানতে চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাযহার। আগামী সাত কর্মদিবসে নোটিশের জবাব না এলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। মঙ্গলবার রাত ৮টার দিকে পরীমনি ও রাজকে পাঠানো নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন এই আইনজীবী।

জয়নাল আবেদীন বলেন, `২০১২ সালের ৪ এপ্রিল পরীমনি যশোরের কেশবপুর এলাকার যুবক ফেরদৌস কবির সৌরভের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন৷ তখন তাদের বিয়ের কাবিন ছিল এক লাখ টাকা। বিয়ে রেজিস্ট্রি হয় কেশবপুর শহরের অফিসপাড়ার পাবলিক ময়দান এলাকার ফাতেমা মঞ্জিলে পৌরসভার কাজী এম ইমরানের হোসেনের মাধ্যমে।’

‘পরে এই বিয়ের ডিভোর্স ছাড়াই পরীমনি গত বছর ১৭ অক্টোবর ব্রাহ্মণবাড়ীয়া জেলার শরীফুল রাজের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন।’ আইনজীবী বলেন, ‘চলতি বছরের ১ জানুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন পরীমনি ও রাজ। যেখানে উল্লেখ করা হয়, পরীমনি পরের বিয়েটি ১০১ টাকায় কাবিন করা হয়।’

জয়নাল আবেদীন বলেন, ‘আমি রাজ ও পরীমনি দুজনকেই আইনি নোটিশ পাঠিয়েছি। আমি জানতে চেয়েছি, পরীমনি তার আগের বিয়েতে ডিভোর্স না দিয়ে কীভাবে দ্বিতীয় বিয়ে করেছেন।এছাড়াও যখন সন্তান সম্ভাবা তখন দ্বিতীয় বিয়ের কথা মিডিয়াতে প্রচার করেছেন। আমি নিশ্চিত হয়েছি তার প্রথম বিয়ের ডিভোর্স হয়নি এবং দ্বিতীয় বিয়েরও বৈধতা নেই।’

‘পরিমনি ও রাজ দুজনকেই নোটিশে বলেছি, যদি তাদের কাছে তাদের পক্ষে বৈধ কাগজপত্র থাকে তাহলে তা জনসম্মুখে আনতে। আগামী সাত কর্মদিবসে নোটিশের জবাব না পেলে আইনগত ব্যবস্থা নেবো।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments