রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন- সাদ্দাম হোসেন সাব্বির ওরফে সিটু সাব্বির ওরফে সাগর এবং মো. জালাল ওরফে পিচ্চি জালাল। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, একটি চাকুজব্দ করা হয়। মঙ্গলবার রাতে হাতিরঝিলের মধুবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৩ এর এএসপি মো. খায়রুল কবীর জানান, অস্ত্রধারী সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে হাতিরঝিলের মধুবাগ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে হাতিরঝিল এলাকা অভিযান চালিয়ে সাগর ও জালালকে গ্রেফতার করা হয়। সাগর গ্রুপের নেতা। তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। সাগরের সহযোগী জালাল। তারা হাতিরঝিলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার কাজে অবৈধভাবে অস্ত্র ব্যবহার করে আসছিল।