বাংলাপেইজ ডেস্ক:
লন্ডনে খুনের দায়ে দুই বাংলাদেশির যাবজ্জীবন কারা দন্ড দিয়েছে আদালত।নিজের এক সময়ের বন্ধুকে ছুরিকাঘাত করে হত্যার দায়ে আদালতে দণ্ডিত হন তারা।
গত সোমবার (২১ ফেব্রুয়ারি) এ দুইজনে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়।জানা যায়,নিহত আলিমুজ জামান ছিলেন দন্ডপ্রাপ্ত আলিমুল ইসলাম (২১) ও মফিজুর রহমান এর বন্ধু।এক সময়ের মাদক ব্যবসায়ী বন্ধু তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠায় লন্ডনের বাইরে ছুরি দিয়ে হামলা চালায় তারা। তারা তিনজনই বাংলাদেশি বংশোদ্ভূত বলে নিশ্চিত করেন কমিউনিটির সদস্যরা।
আলিমুজ জামানকে ছুরিকাঘাতের জন্য একটি বড় ছুরি ব্যবহার করা হয়।ছুরিকাঘাতে ‘বিপর্যয়কর’রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই তাকে মৃত ঘোষণা করা হয়।২০১৯ সালের ২৬ মে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিকে ব্যাপকভাবে নাড়া দেয়।আলিমুজ জামান পপলার বার্ডেট এস্টেটে একজন মাদক ব্যবসায়ী এবং হত্যাকারীদের পূর্বপরিচিত। দুই আসামি তাদের নিজস্ব মাদক ব্যবসা প্রতিষ্ঠা করার আগে আলিমুজকে রানার হিসাবে কাজ করাতো।ফোন রেকর্ডে দেখা যায়, এই হত্যাকাণ্ডের আগের মাসগুলোতে হত্যাকারীদের সঙ্গে ভিকটিমের নিয়মিত যোগাযোগে ছিল এবং এর আগের সন্ধ্যায় দেখা হয়েছিল।