Monday, September 9, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeসিলেট সংবাদবিশ্বনাথে উপজেলা চেয়ারম্যান এসএম নুনু’র অপসারণ দাবীতে বিক্ষোভ মিছিল

বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যান এসএম নুনু’র অপসারণ দাবীতে বিক্ষোভ মিছিল


নিজস্ব প্রতিবেদক:: ঘুষখোর, লুটেরা, চরিত্রহীন ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়ার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে পৌর শহরে বিক্ষোব্ধ উপজেলাবাসীর ব্যানারে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় ঝাঁড়ু ও বিভিন্ন ফেস্টুন সহকারে মিছিল করেন বিক্ষোব্ধ জনতা। মিছিল পরবর্তী স্থানীয় বাসিয়া ব্রীজের উপর সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা শ্রমিকলীগ নেতা সাধু মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সফজ্জুল, রিয়ান আলী, যুবলীগ নেতা জমির আলী, শাহান শাহ, মিজান মিয়া, আফরোজ আলী, ছাত্রলীগ নেতা মাছুম খান, আফসার আহমদ, রাজিব আহমদ, মাহবুব আলম, সজিব আহমদ প্রমূখ।
উল্লেখ্য, ২০২১ সালের ২৮ নভেম্বর বিশ্বনাথ উপজেলায় ‘নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প’র নামে ৩৯ কোটি ৬লাখ ৫৮ টাকার একটি প্রকল্প বরাদ্দ আনেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া। এরপর ২০২১ সালের ২৩ ডিসেম্বর ওই প্রকল্পে ব্যাপক অনিয়ম এনে উপজেলা চেয়ারম্যান নুনু মিয়ার বিরুদ্ধে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নিকট লিখিত অভিযোগ দেন সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান। আর ওই অভিযোগটি গত ২২ ফেব্রুয়ারী সরেজমিন তদন্ত করেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইমরুল হাসান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments