Sunday, March 16, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলানেইমারকে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড ঘোষণা ব্রাজিলের

নেইমারকে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড ঘোষণা ব্রাজিলের

গোড়ালির চোটের কারণে প্রায় দুই মাস ছিলেন মাঠের বাইরে। পিএসজির হয়ে ফিরেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে। এবার ফিরলেন জাতীয় দলেও। নেইমার জুনিয়রকে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের আগামী দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি ইতোমধ্যেই কাতার বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। আগামী ২৪ মার্চ চিলির বিপক্ষে মারাকানা স্টেডিয়ামে ও ২৯ মার্চ বলিভিয়ার বিপক্ষে লা পাজে অনেকটা নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামবে তারা।

নেইমারকে দলে নেওয়ার ব্যাপারে ব্রাজিল কোচ তিতে বলেছেন, ‘সে প্রথমার্ধে ভালো খেলেছে (রিয়াল ম্যাচে)। দ্বিতীয়ার্ধে পুরো দলের মতোই ভেঙে পড়েছে। তার অসাধারণ দক্ষতা আছে। কিন্তু ইনজুরিতে পড়া যেকারো মতোই সেও সাধারণ প্রক্রিয়া অনুসরণ করে আসছে। সে নিজের সেরা ফর্ম ফিরে পাবার খোঁজে আছে।’

নেইমারের সঙ্গে ব্রাজিল দলে ফরোয়ার্ড হিসেবে থাকছেন ভিনিসিয়াস জুনিয়র। নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন আর্সেনালের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল। এছাড়া দলে ফিরেছেন জুভেন্তাসের মিডফিল্ডার আর্থুর ও এভারটন তারকা রিচার্লিসন। তবে দল থেকে বাদ পড়েছেন ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসুস।

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। এছাড়া ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। মার্চ বিশ্বকাপের বাছাইপর্বের জন্য ব্রাজিলের স্কোয়াড:

গোলরক্ষক : অ্যালিসন (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)

ডিফেন্ডার : দানি আলভেস (বার্সেলোনা), দানিলো (জুভেন্টাস), অ্যালেক্স টেলেস (ম্যানচেস্টার ইউনাইটেড), গুইলহার্মে আরানা (অ্যাটলেটিকো মিনেইরো), এডার মিলিটাও (রিয়াল মাদ্রিদ), গ্যাব্রিয়েল ম্যাগালহেস (আর্সেনাল), মারকুইনিওস (প্যারিস সেন্ট-জার্মেই/এফআরএ), থিয়াগো সিলভা (চেলসি)

মিডফিল্ডার: ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), আর্থার (জুভেন্তাস), ফ্যাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেটা (লিয়ন), ফিলিপে কৌতিনহো (অ্যাস্টন ভিলা)

ফরোয়ার্ড: অ্যান্টনি (আয়াক্স), গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল), নেইমার (প্যারিস সেন্ট-জার্মেই), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনহা (লিডস ইউনাইটেড), রিচার্লিসন (এভারটন), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments