রাশিয়ার হামলা থেকে প্রাণে বাঁচতে মসজিদে আশ্রয় নেওয়া একদল লোকের ওপর রাশিয়ার সৈন্যরা হামলা চালিয়েছে। দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর মারিউপোলের একটি মসজিদে হামলার সময় সেখানে তুর্কি নাগরিক শিশুসহ ৮০ জনেরও বেশি লোক আশ্রয় নিয়েছিল বলে জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেন অভিযোগ করেছে যে, রাশিয়া মারিউপোল থেকে লোকজনকে বের হতে দিচ্ছে না।
রাশিয়ার এই অবরোধের কারণে মারিউপোলে কয়েক হাজার মানুষকে আটকা পড়েছে। রাশিয়া লোকজনকে মারিউপোল থেকে সরাতে ব্যর্থতার জন্য ইউক্রেনকে দায়ী করেছে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, মারিউপোলের সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট মসজিদে রুশ ‘দখলধাররা’ আক্রমণ করেছে।
‘হামলার সময় এই মসজিদে ‘তুরস্কের নাগরিকসহ ৮০ জনের ও বেশি লোকজন আশ্রয় নিয়েছে। প্রাপ্তবয়স্ক ও শিশুসহ সেখানে তারা গোলাগুলি থেকে বাঁচতে লুকিয়ে ছিল।’ এই হামলায় কেউ আহত বা নিহত হয়েছে কিনা তা এখনো জানা যাযনি।