নানা আয়োজনে যুক্তরাজ্যে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।গত বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি হলে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্টিত হয়।সভার শুরুতে হল রুমে প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পন করে শ্রদ্ধা জানানো হয়।এর উদ্বোধনী বক্তব্য রাখেন লন্ডনন্থ বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী`র আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উদেষ্টা ড.গওর রিজবী।এর আগে পূর্ব লন্ডনের একটি হলে যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শিশু দিবস,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় অনুষ্টিত হয়।সভায় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও মহিলা লীগের পক্ষ থেকে পুথক,কেক কেটে জন্মবার্ষিকী পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্ত রাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আজিজুর রহমান।ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নইম উদ্দিন রিয়াজের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মারুফ আমদ চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী।সভায় উপস্থিত ছিলেন রবীন পাল,এস এম সুজন,তারিফ আহমদ,সৈয়দ ছুরুক আলী,মেহের নিগার চৌধুরী,লুৎফুর রহমান সাহেদ,খসরুজ্জামান,খালেদা কোরাইশী,আজ্ঞম আরা অন্জূফখরুল ইসলাম মধু,সেলিম আহমদ খান,আফজল আহমদ,মাহবুব আহমদ,মকসুদ ইহলাম,জামাল খান,সামীম আহমদ,সাদ আহমদ,আব্দুস সালাম প্রমূখ।এছাড়াও বঙ্গবন্ধুর জন্মদিন অনুষ্ঠানে,যুক্তরাজ্য আওয়ামী লীগ,লন্ডন মহানগর আওয়ামী লীগ,মহিলা লীগ,যুবলীগ,শ্রমিক লীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্র লীগ,তাতী লীগ,কূষকলীগ,যুব মহিলা লীগসহ বিপুলসংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।