Wednesday, October 2, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
HomePhotographyযুক্তরাজ্যের লন্ডনে বাংলা টাউনে`মাটির টানে`ম্যুরাল ও বাংলায় লেখা সাইন উদ্বোধন

যুক্তরাজ্যের লন্ডনে বাংলা টাউনে`মাটির টানে`ম্যুরাল ও বাংলায় লেখা সাইন উদ্বোধন

খালেদ মাসুদ রনি,বৃটেন থেকে:
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পুর্তিউপলক্ষে যুক্তরাজ্যের লন্ডন শহরের বাংলা টাউনে এবারমাটির টানেম্যুরাল ও বাংলায় লেখা সাইন উদ্বোধন করা হয়েছে।গতকাল(১৮ মার্চ) শুক্রবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র,কাউন্সিলারসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে আনুষ্টানিক ভাবে এর উদ্বোধন করা হয়। ১৯৯৭ সালে স্থাপিত গেইটে সংস্কার শেষে প্রথম বারেরমত বাংলায় সা্ইন স্থাপনের পাশাপাশি নতুন করে এই এলাকায় ম্যুরাল স্থাপনের ফলে বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। এর আগে গত ১০ মার্চ বাংলাদেশী অধ্যুষিত লন্ডন শহরের হোয়াটচ্যাপল রেল ষ্টেশনে বাংলায় সাইন লাগানো হয়।বৃটেনের মাটিতে কোন ষ্টেশনে বাংলায় প্রথম সাইন এটি। যদিও বহুবছর ধরে দেশটিতে বাংলায় বিভিন্ন প্রতিষ্টান,পার্ক,রাস্থা রয়েছে।লন্ডন শহরের এ বারায় ইংলিশের পর দ্বিতীয় ভাষা হচ্ছে বাংলা। বাংলা টাউনে ম্যুরাল ও সাইন স্থাপনের মধ্য দিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এর বছরব্যাপী বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পুর্তির আনুষ্টানিক সমাপ্তি হলো।

ব্রিটেনে বাংলাদেশীদের কেন্দ্রস্থল ব্রিকলেনের প্রবেশ মুখে বাংলাদেশী শিল্পী মোহাম্মদ আলী এমবিই মাটির টানে ম্যুরাল তৈরি করেন। বাংলা টাউন গেটের উদ্বোধন অনুষ্টানে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস,টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার আহবাব হোসেন,লন্ডনন্থ বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম,বারার কাউন্সিলাররা,স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ।মাটির টানের আর্টিস্ট মোহাম্মদ আলী বলেন,মূলত ব্রিটিশ বাংলাদেশীদের নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের টান সেটাই ফুটিয়ে তুলেছি এখানে।আমরা আমাদের মা বাবার মুখে নাড়ির টান,মাটির টান এই শব্দগুলো শুনতাম, এই মর্মটি মাটির টান ম্যুরালে তুলে ধরার চেষ্টা করেছি।বৃটেনের মাটিতে এ ম্যুরাল করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন।

বাংলা টাউনের মুখে এই ম্যুরাল আঁকার প্রস্তাবকারী ব্রিটিশ বাংলাদেশী পাওয়ার এন্ড ইনস্পাইরেশনের প্রধান কাউন্সিলার আবদাল উল্লাহ কাউন্সিলকে ধন্যবাদ জানিয়ে বলেন,বিবিপিআই সব সময় ব্রিটিশ বাংলাদেশী গৌরব মূলধারায় তুলে ধরতে চায়।এদিকে,শ্যাডওয়েলের বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা বাংলাদেশী আব্দুল কাউয়ু চৌধুরীসহ কমিনিটির মানুষের দাবীর প্রেক্ষিতে লন্ডন মেয়র সাদিক খানের আন্তরিকতায় হোয়াটচ্যাপল ষ্টেশনে ইংলিশের পাশাপাশি বাংলায় সাইন বোর্ড লাগানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments