Saturday, September 7, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeসিলেট সংবাদবিশ্বনাথে পল্লী বিদ্যুৎ অফিসের১লক্ষ ৩০ টাকার তার চুরি

বিশ্বনাথে পল্লী বিদ্যুৎ অফিসের
১লক্ষ ৩০ টাকার তার চুরি


নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস থেকে ১লক্ষ ৩০ হাজার টাকার তার চুরির ঘটনা ঘটেছে। গত ২৫ মার্চ দিবাগত গভীর রাতে বিশ্বনাথ রশিদপুর জনবহুল সড়কের পাশে কারিকোনা নামক স্থানে অবস্থিত পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের স্টোর রুমের দরজার তালা ভেঙ্গে মেইন লাইনের ডি-১ ও ডি-২ নাম্বারের দুই ড্রাম তার নিয়ে যায় চোরেরা। তারের মূল্য ১লক্ষ ৩০ হাজার টাকা বলে ডেপুডি জেনারেল ম্যানেজার জানান। পরদিন সকালে অফিস খোলার পর চুরির ঘটনাটি স্টাফদের নজরে পড়ে। এঘটনায় ২৬ মার্চ জোনাল অফিসের ডেপুডি জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতানামা আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-(১৪)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments