হবিগঞ্জ প্রতিনিধি:: মানিকগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে হবিগঞ্জে ঘুরতে আসার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। মাধবপুর উপজেলার বেলঘর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তারা মারা যায়। নিহতরা হলো, মানিকগঞ্জ জেলা সদরের বাসিন্দা আনোয়ার মোল্লার ছেলে জুবায়ের আল হাসান জামি (২৩) ও একই এলাকার রাইজ উদ্দিনের ছেলে রাজিব আহমেদ (২৫)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জে আসা মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রাজিব ও জামি গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কলেজে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে ভৈরবে পৌঁছানোর পর রাজিব ও নরসিংদী এলাকায় মারা যান জামি।
জানা গেছে, নিহতরা মোটরসাইকেলযোগে সিলেটের বিভিন্ন পর্যটন স্পট ঘুরার উদ্দেশ্যে এসে দুর্ঘটনার শিকার হয়েছেন। এদের মধ্যে জামি সেখানকার একটি কলেজে মাস্টার্স অধ্যয়নরত ও রাজিব ব্যবসায়ী।
মাধবপুর থানার (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।