যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে অন্তত ছয়জন নিহত ও নয়জন আহত হয়েছেন। ক্যালিফোর্নিয়ায় রাজধানী স্যাক্রামেন্টোতে স্থানীয় সময় রোববার ভোরে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের ভিড়ে বোঝাই একটি রেস্টুরেন্ট ও বারে হঠাৎ করে স্বয়ংক্রিয় বন্দুক থেকে গুলি করা হয়। গুলির শব্দে সেখানে উপস্থিতরা রাস্তায় পালিয়ে যান। স্যাক্রামেন্টো পুলিশ টুইটারে এক বিবৃতিতে জানায়, কর্মকর্তারা অন্তত ১৫ জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছেন। তাদের মধ্যে ছয়জন নিহত হয়েছেন বলে ওই বিবৃতিতে বলা হয়েছে। এছাড়া জনগণকে ওই এলাকা এগিয়ে চলার আহ্বান জানায় পুলিশ।