Monday, December 2, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
HomePhotographyটিপ পরায় হেনস্তার ঘটনায় পুলিশ কনস্টেবল আটক

টিপ পরায় হেনস্তার ঘটনায় পুলিশ কনস্টেবল আটক

টিপ পরায় হেনস্তার স্বীকার ঢাকার একজন শিক্ষক থানায় অভিযোগ দাখিলের পর হেফাজতে নেওয়া হয়েছে এক পুলিশ কনস্টেবলকে।ওই কনস্টেবলের নাম নাজমুল তারেক। ঘটনার সাথে জড়িত হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছিলো।শনিবার সকালে তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দর কর্মস্থলে যাওয়ার সময় এঘটনা ঘটে।ঘটনা প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠে।হেনস্থাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রোববার সংসদে দাবি জানান সংসদ সদস্য, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। অভিযোগে এই শিক্ষক পুলিশের পোশাক পরা একজনের বিরুদ্ধে ‘ইভটিজিং’ এবং ‘প্রাণনাশের চেষ্টা’র অভিযোগ করেন।

থানায় দেওয়া অভিযোগে লতা সমাদ্দার লিখেছেন,শনিবার সকাল সোয়া ৮টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার বাসা থেকে রিকশায় ফার্মগেটের আনন্দ সিনেমার সামনে নামেন। সেখান থেকে হেঁটে তেজগাঁও কলেজে কর্মস্থলে যাচ্ছিলেন।তখন সেজান পয়েন্টের সামনে থেমে থাকা একটি মোটরসাইকেলের উপর পুলিশের পোশাক পরা এক ব্যক্তি বসে ছিলেন। ওই মোটরসাইকেলের পাশ দিয়ে যাওয়ার সময়ে ওই ব্যক্তি লতার কপালে টিপ পরা নিয়ে বাজে মন্তব্য করেন।এক পর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন পুলিশের পোশাক পরা ওই ব্যক্তি। পেছনে ফিরে ঘটনার প্রতিবাদ করায় ফের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় শিক্ষক লতাকে। তাকে উদ্দেশ্য করে ‘টিপ পরছোস কেন’ মন্তব্য করেন ওই ব্যক্তি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments