সিলেটেরে বিশ্বনাথ উপজলো বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ার ম্যানের উপর সন্ত্রাসী হামলা এবং পরকিল্পতি হত্যার চেষ্টার তীব্র নন্দিা ও প্রতিবাদ জানিয়েছেনে বেলজিয়াম বিএনপির সিনিয়ির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলম হোসেন ও বিশ্বনাথ উপজলা ছাত্রদলরে সাবেক প্রচার সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির নেতা আমনিুল ইসলাম জুনায়েদ।বাংলাপেইজে পাঠানো এক লিখিতি প্রতিবাদে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদরে অবলিম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তরি দাবী জানান নেতৃবৃন্দ।
বিবৃততে নেতৃবৃন্দ আরো বলেন,শুক্রবার দিবাগত রাতে বিশ্বনাথ উপজলো বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান লিলু মিয়ার উপর যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছেে তা কোন ভাবে মেনে নেওয়া যায় না। এই ধরনরে ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।তারা বলেন,বার বার কারা নির্যাতিত ও ইলিয়াস আলী ও তার পরিবারের আস্থাভাজন বিএনপির এই নেতার উপর হামলার সাথে জড়িতদের অবলিম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্থির দাবী জানান নেতৃবৃন্দ।বিজ্ঞপ্তি