Monday, December 2, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeলিডনিউজউতপ্ত বিশ্বনাথ,বিক্ষোভ মিছিল:সুহেল চৌধুরীর কুশপুত্তলিকায় আগুন

উতপ্ত বিশ্বনাথ,বিক্ষোভ মিছিল:সুহেল চৌধুরীর কুশপুত্তলিকায় আগুন


বিশ্বনাথ প্রতিনিধি:সিলেটের বিশ্বনাথে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বহিষ্কৃত জেলা বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী কর্তৃক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিলু মিয়াকে লাঞ্চিত করার ঘটনায় উতপ্ত হয়ে উঠেছে বিশ্বনাথ।ঘটনার পর থেকে চাপা ক্ষোভ বিরাজ করছে লিলু মিয়ার এলাকাসহ নেতাকর্মীদের মাঝে।ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ৫ (এপ্রিল)বাদ জোহর বিশ্বনাথ পৌর শহরে উপজেলা বিএনপির ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।রমজানে মাঝে বিএনপির নেতাকর্মী ছাড়া শত শত স্থানীয় জনসাধারণ অংশ গ্রহন করেন সমাবেশে।

সভায় সুহেল চৌধুরীর কুশপুত্তলিকা পুড়ান বিক্ষোব্ধ নেতাকর্মীরা।বিক্ষোভ মিছিলটি রামপাশা রোড়ের দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রবাসী চত্বরে এসে সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া,পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই।

উল্লেখ্য, গত ১ এপ্রিল রাতে দিকে বিশ^নাথ পৌরশহরে পুরান বাজারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়াকে লাঞ্চিত করেন সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় পরদিন শনিবার বিশ্বনাথ থানায় বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরীর বিরুদ্ধে মারপিটে জখম ও চুরির মামলা দায়ের করেন লিলু মিয়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments