Saturday, November 2, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশমাধবপুরে দুই চেয়ারম্যান অনুসারীদেরমধ্যে সংঘর্ষ : মেম্বারসহ আহত ২০

মাধবপুরে দুই চেয়ারম্যান অনুসারীদের
মধ্যে সংঘর্ষ : মেম্বারসহ আহত ২০


মাধবপুর প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের বর্তমান ও সাবেক দুই চেয়ারম্যানের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন ও সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফের লোকজনদের মধ্যে সংঘর্ষে ইউপি সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। মনতলা রেলস্টেশন এলাকায় ও কলেজ রোড এলাকায় থেমে থেমে এ সংঘর্ষ হয়।
এ সময় বাজারের ব্যবাসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ফেলে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, বহরা ইউনিয়নের সাবেক চেয়াম্যান আরিফুল ইসলাম আরিফের সমর্থক নয়ন ও বর্তমান চেয়ারম্যান মোঃ আলাউদ্দিনের ছেলে কৌশিকের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইউপি সদস্য ফয়সলসহ প্রায় ২০ জন আহত হয়। গুরুতর আহতদের মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments