একসঙ্গে গান গাইলেন ভারতের পশ্চিমবঙ্গের ভাইরাল গায়ক ‘কাঁচাবাদাম’খ্যাত ভুবন বাদ্যকার ও বাংলাদেশের আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার তাদের দুজনের গান রেকর্ড করা হয় লেকটাউনের একটি স্টুডিওতে।
গানের নাম ‘ফানি’। গানটি লিখেছেন এফএ প্রীতম। সংগীত পরিচালনায় অজিত সাহিন। গানটি প্রযোজনা করছেন যাত্রাপালা ও হিরো আলম অফিশিয়াল৷ গানের ভিডিও নির্মাণ হবে পরে। ভিডিও পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার।
এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘কলকাতায় এসেছি ভুবন কাকুর সঙ্গে নতুন একটি গান করতে। অনেক দিন ধরেই কথা চলছিল। এবার তারিখ চূড়ান্ত হওয়ার পর কলকাতায় এলাম। আমরা দুই বাংলার দুজন ভাইরাল শিল্পী একসঙ্গে গান করলাম। এবার দুই বাংলায় এই গান ভাইরাল হবে।