Monday, December 2, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
HomePhotographyজামিনের পর সন্ধ্যা কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক

জামিনের পর সন্ধ্যা কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক

বাংলাপেইজ ডেস্ক:বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য,প্রকৌশলী ইশরাক হোসেনের জামিন মঞ্জুরের পর কারামুক্ত হয়েছেন।রাজধানীর মতিঝিল থানার নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়ার সাত দিনের মাথায় জামিনে মুক্ত হলেন তিনি। আজ সন্ধ্যা ৬টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি।মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিল থানায় নাশকতার মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।কারাগার থেকে মুক্ত হওয়ার পর কারাফটকের সামনে ইশরাককে ফুলের মালা পরিয়ে বরণ করে নিতে দেখা গেছে নেতাকর্মীদের।পরে নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন নিয়ে কারা এলাকা ত্যাগ করেন।

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরে গাড়িতে অগ্নিসংযোগ করে নাশকতা সৃষ্টির অভিযোগে পুলিশের করা এক মামলায় গত ৬ই এপ্রিল দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকা থেকে ইশরাককে গ্রেপ্তার করে পুলিশ।ওইদিন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিতে গিয়েছিলেন তিনি।পরে গাড়ি পোড়ানোর পুরনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।কেএম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments