Tuesday, September 26, 2023
Homeবিনোদনকী যে আছে ভেতরে ওর!

কী যে আছে ভেতরে ওর!

এবার ঋতুপর্ণা সম্পর্কে নিজের অভিব্যক্তি জানালেন খরাজ। নায়িকা সম্পর্কে তার ভাষ্য- ‘ও হল জিলিপি। না জিলিপি নয়, ও আরও প্যাঁচালো অমৃতি। কী যে প্ল্যানে চলে আর কী যে করবে বোঝা সম্ভব নয়। একটা কিছু চাওয়া হলো ওর থেকে যেটা পাওয়া মুশকিল, সেটা দেখা গেল এমন কিছু বিরাট ব্যাপারই নয়। আবার যে জিনিসটা খুব সহজে ওর থেকে পাওয়া যাবে বলে মনে হলো সেটা কিছুতেই পাওয়া যায় না। এরকম একটা মানুষ। কী যে আছে ভেতরে ওর বোঝা খুবই মুশকিল।

‘বেলাশুরু’ ছবিতে ঋতুপর্ণার দুলাভাই চরিত্রে থাকা খরাজ মিষ্টি খেতে খুব ভালোবাসেন। তাইতো তিনি সব অভিনেতাদেরই কোনো না কোনো মিষ্টির সঙ্গে তুলনা করেন। যেখানে ঋতুপর্ণা তার চোখে অমৃতি।

এছাড়া তার চোখে সৌমিত্র চট্টোপাধ্যায় রাবড়ি, স্বাতীলেখা সেনগুপ্ত পান্তুয়া, অপরাজিতা আঢ্য রসগোল্লা, নন্দিতা রায় গুড়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় জলভরা সন্দেশ, ইন্দ্রানী দত্ত চমচম, মনামী মিহিদানা, অনিন্দ্য পুরীর জিভে গজা, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় কালাকাঁদ, শঙ্কর চক্রবর্তী মোরব্বা এবং প্রদীপ ভট্টাচার্য হলেন ছানাবড়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments