Monday, April 21, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকপুতিন বললেন, বিজয় আমাদের হবেই

পুতিন বললেন, বিজয় আমাদের হবেই

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের বিজয় দিবস সামনে রেখে সাবেক সোভিয়েত ইউনিয়নকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জয় হবেই।

রুশ প্রেসিডেন্ট বলেন, পূর্ব পুরুষদের মতো আজো আমাদের সেনারা নাৎসিদের কাছ থেকে মাতৃভূমি রক্ষার জন্য কাঁধে কাঁধ রেখে লড়াই করছে। ১৯৪৫ সালের মতো তাদের আত্মবিশ্বাস— বিজয় আমাদের সুনিশ্চিত।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর চূড়ান্ত পরাজয়ের পর ১৯৪৫ সালের ৯ মে সরকারিভাবে সামরিক অভিযানে ইতি টেনেছিলেন সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট জোশেফ স্তালিন। রাশিয়া প্রতিবছর ৯ মে ‘বিজয় উৎসব’ পালন করে।

বিজয় দিবস সামনে রেখে রুশ প্রেসিডেন্ট বলেন, নাৎসিবাদের পুনর্জন্ম প্রতিরোধ করা আমাদের সাধারণ দায়িত্ব। নাৎসিদের কারণে বিভিন্ন দেশের সীমাহীন ভোগান্তি হয়েছে মন্তব্য করে রাশিয়ার নতুন প্রজন্ম তাদের পিতা এবং পিতামহের স্মৃতি বহনের যোগ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments